নিচের তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে যেকোনো একটির ক্রেডিট কার্ড থাকলেই আপনি সেই কার্ডের মাধ্যমে (লিমিট অনুযায়ী) সহজে EMI সুবিধার মাধ্যমে আমাদের থেকে ফোন কিনতে পারবেন। আপনার পছন্দের ডিভাইসের যে মূল্য, সেই পরিমাণ টাকা সংশ্লিষ্ট ব্যাংক আপনাকে ৩ থেকে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ভাগ করে পরিশোধের সুযোগ দিবে-এটিই হচ্ছে EMI। আমাদের থেকে EMI সুবিধা নিতে চাইলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে।

Mobile Buzz BD EMI